Wellcome to National Portal

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দণ্ডবিধি, ১৮৬০-এর অধীন অপরাধসমূহ

দণ্ডবিধি, ১৮৬০-এর অধীন নিম্নোক্ত অপরাধসমূহ:

ক্রমিক ধারাসমূহ ধারার বিবরণ
১. ধারা ১৬১
সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্যবিধ বকশিশ গ্রহণ;
২. ধারা ১৬২
অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করবার উদ্দেশ্যে বকশিশ গ্রহণ;
৩. ধারা ১৬৩
সরকারি কর্মচারীর প্রতি ব্যক্তিগত প্রভাব প্রয়োগের জন্য বকশিশ গ্রহণ
৪. ধারা ১৬৪
সরকারি কর্মচারী কর্তৃক ১৬২ বা ১৬৩ ধারায় বর্ণিত অপরাধসমূহে সহায়তা করবার শাস্তি;
৫. ধারা ১৬৫
সরকারি কর্মচারী কর্তৃক অনুরূপ সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত মোকদ্দমা বা ব্যবসায়ে সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে বিনামূল্যে মূল্যবান বস্তু গ্রহণ;
৬. ধারা ১৬৫ (ক)
১৬১ ও১৬৫ ধারায় বর্ণিত অপরাধসমূহে সহায়তার সাজা;
৭. ধারা ১৬৫ (খ)
কতিপয় (দুষ্কর্মে) সহায়তাকারীর অব্যাহতি;
৮. ধারা ১৬৬
কোন ব্যক্তির ক্ষতি সাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্যকরণ;
৯. ধারা ১৬৭
ক্ষতি সাধনকল্পে সরকারি কর্মচারী কর্তৃক কোন অশুদ্ধ দলিল প্রণয়ন;
১০. ধারা ১৬৮
সরকারি কর্মচারী কর্তৃক বেআইনিভাবে ব্যবসায়ে নিয়োজিত হওয়া;
১১. ধারা ১৬৯
সরকারি কর্মচারী বেআইনিভাবে সম্পত্তি ক্রয় বা নিলামের দর হাঁকা;
১২. ধারা ২১৭
কোন ব্যক্তিকে শাস্তি হতে বা কোন সম্পত্তিকে বাজেয়াপ্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃক  আইনের নির্দেশ অমান্যকরণ;
১৩. ধারা ২১৮
কোন ব্যক্তিকে শাস্তি হতে বা কোন সম্পত্তিকে বাজেয়াপ্তি হতে বাঁচাবার উদ্দেশ্যে সরকারি কর্মচারী কর্তৃকভুল রেকর্ড বা লিপি প্রস্তুতকরণ;
১৪. ধারা ৪০৯
সরকারি কর্মচারী বা ব্যাংকার বণিক বা প্রতিভূ কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গকরণ।

দণ্ডবিধি, ১৮৬০-এর নিম্নোক্ত ধারাসমূহ সরকারি সম্পদ সম্পর্কিত হলে অথবা সরকারি কর্মচারী বা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক দাপ্তরিক দায়িত্ব পালনকালে সংঘটিত হলে কেবল সেক্ষেত্রে বর্ণিত অপরাধসমূহ:
১৫. ধারা ৪২০
প্রতারণা ও সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা;
১৬. ধারা ৪৬৭
মূল্যবান জামানত, উইল ইত্যাদি জালকরণ;
১৭. ধারা ৪৬৮
প্রতারণা করার উদ্দেশ্যে জালিয়াতি:
১৮. ধারা ৪৭১
কোন জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার
১৯. ধারা ৪৭৭ (ক)
হিসাবপত্রসমূহে মিথ্যা বর্ণনা প্রদান।
২০. ধারা ১০৯
দুষ্কর্মে সহায়তার ফলে সহায়তাকৃত কর্মটি সম্পাদিত হওয়ার বেলায়, এবং উহার শান্তি বিধানার্থে কোন স্পষ্ট বিধান না থাকার বেলায় দুষ্কর্মে সহায়তার শান্তি;
২১. ধারা ১২০ (খ)
অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি
২৩. ধারা ৫১১
যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধসমূহ সংঘটনের উদ্যোগের শাস্তি।